ইরানি তেলবাহী জাহাজ নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় হিজবুল্লাহ

লেবাননগামী ইরানের প্রথম তেলবাহী ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। এ ছাড়া ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে।

 

মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে, তখন ইরান এই তেলবাহী জাহাজ পাঠাল। খবর তেহরান টাইমসের।

ট্যাংকার ট্রাকার্স ডটকম এ সম্পর্কে জানিয়েছে যে, ইরানের পক্ষ থেকে জাহাজ পাঠানোর সিগন্যাল আমরা পেয়েছি। লেবাননের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই তেল ব্যবহার করা হবে।

ট্যাংকার ট্রাকার্স ডট কম গতকাল অন্য এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরানের বন্দর থেকে দ্বিতীয় ট্যাংকারটি ছেড়ে গেছে।

এদিকে প্রথম তেল ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্কাবস্থায় রয়েছেন।

ইসরাইল যাতে তেলবাহী ওই ট্যাঙ্কারে হামলা না করতে পারে, এ ব্যাপারে সতর্কাবস্থায় রয়েছেন হিজবুল্লাহ।

সংগঠনটির মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের তেল সংকট সমাধানের জন্য ইরান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমুদ্রে ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo