‘আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না রাশিয়া’

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আগ্রহ নেই রাশিয়ার। যদি কেউ এ বিষয়ে কথা বলে তাহলে তাদের সঙ্গে কোনো কথা নেই। রাশিয়া চায়, তালেবান মানবিক আচরণ করে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিকভাবেই সব সমস্যা সমাধান করুক। 

 

শুক্রবার রাশিয়ার ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

আফগানিস্তানের বিভিন্ন পরিবার ও সমাজের ভেতর শীঘ্রই তালেবান যাবে, তাদের সঙ্গে কথা বলবে। তাদের জন্য এটি খুবই সহজ। 

মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্ররা গত মাসে (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে প্রত্যাহারের মাধ্যমে তাদের ‘চরম বিপর্যয়কর’ অবস্থা শেষ করেছে।
তিনি বলেন, তারা দেড় ট্রিলিয়ন ডলার তাদের ক্যাম্পেইনে খরচ করে এই ফলাফল পেল? এখন সেখানে তাদের আর কেউ নেই। 

এএফপির খবরে বলা হয়, আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে রাশিয়া এখন পর্যন্ত খুব সতর্ক অবস্থায় রয়েছে।  

তালেবান ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাশিয়ার কাবুলের রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে অনেকবার বৈঠক করেছে, আর মস্কো জানিয়েছে, আফগানিস্তানে তাদের দূতাবাস চালু থাকবে।  
গত সপ্তাহে রাশিয়া নিরাপত্তাজনিত কারণে তাদের নাগরিকদের সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীন এ দেশটিতে থেকে সরিয়ে আনে। 
 
রাশিয়া ইতিমধ্যে আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠীগুলোর রাজনৈতিক অস্থিরতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও প্রতিবেশী দেশ হিসেবে যে কোনো সময় আফগান শরণার্থীদের ঢল নামার শংকায় রয়েছে রাশিয়া।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo