ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাত নম্বর পজিশন থেকে ছয়ে উঠে যায় বাংলাদেশ। 

 

এই জয়ে ব্যাট হাতে ৩২ বলে ৫টি চারের সাহায্যে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাশাপাশি চতুর্থ উইকেটে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে ২২ বলে গড়েন ৩২ রানের জুটি। 

দুর্দান্ত ব্যাটিংয়ে পাশাপাশি অধিনায়ক হিসেবে দায়িত্বশীল ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তার নেতৃত্বে সবশেষ ১০টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ৭টিতে জয় পায় বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। 

টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করার সুযোগ পায় নিউজিল্যান্ড। 

রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানের জয় পায় স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।   

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo