‘ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২-ঊর্ধ্ব শিশুদের টিকা’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে, অনুমোদন পেলে কার্যক্রম শুরু হবে।

 

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে।

তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সি যারা আছে, তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচওর অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে, তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’

এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে, এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্ম, বাকিটা ফাইজারের বলেও জানান জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল,এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ শতাংশ খালি আছে।

তিনি বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo