‘কথাগুলো আমার খুব মনে ধরেছে’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত নায়ক ইলিয়াস কাঞ্চন। আর তার বিপরীতে একই পদের জন্য লড়বেন খল অভিনেতা মিশা সওদাগর। ফলে টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচন ঘিরে।

এদিকে, বেশ কয়েক বছর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। এবার লড়ছেন সভাপতি পদে। নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ও জনপ্রিয় এই অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, ‘আমার আসলে নির্বাচনে আসার কথা ছিল না। নিরাপদ সড়ক চাই ও অন্যান্য কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত সময় পার করি। এ দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন, সম্মান করেন। চলচ্চিত্রের মানুষরাও আমাকে অনেক ভালোবাসেন। কাজেই এখান থেকে নতুন করে চাওয়া-পাওয়া বা সম্মান বাড়ারও কিছু নেই।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বেশ কয়েকদিন আমার কাছে এসেছেন। সভাপতি পদে নির্বাচন করার কথা বলেছেন। নিপুণের সঙ্গে চলচ্চিত্রের নানা বিষয়ে নিয়ে কথা হয়েছে। কথাগুলো আমার খুব মনে ধরেছে, নেতৃত্বের একটা পরিবর্তন আসা দরকার। তাই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আপনার ছেলেও নাকি উৎসাহ দিয়েছে? উত্তরে সফল এই চিত্রনায়ক বলেন, ‘হ্যা, নির্বাচনে দাঁড়ানোর পেছনে আমার ছেলে জয় ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ওর কথা, “সারা দেশের জন্য এত কিছু করছ, এত মানুষ তোমাকে চেনে-ভালোবাসে, এখন তোমার উচিত চলচ্চিত্রের জন্য কিছু করার। এটা আমাকে বড় একটা সাহস জুগিয়েছে।’

নির্বাচনে জয়ী হলে কিভাবে কাজ করবেন? এ বিষয়ে কোন চিন্তা-ভাবনা আছে কি না জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্র অঙ্গনে আজকের যে সংকটটা, তা একদিনে হয়নি। সংকট মোকাবিলার জন্য সবাইকে একত্রিত হয় কাজ করতে হবে। জয়ী হতে পারলে সরকারের কাছে প্রণোদনা চাইব। সেই প্রণোদনা দিয়ে সিনেমার উন্নয়নে কাজ করব। যদি বিজয়ী হই; তাহলে সবাইকে নিয়ে সরকারের কাছে যাব ও সংকটের কথা বলব।বর্তমান সরকার চলচ্চিত্রবান্ধব, নিশ্চয়ই আমাদের কথা শুনবেন।’

‘আর ভালো মানের সিনেমা নির্মাণে সবাইকে আহ্বান করব। সারা জীবন স্বচ্ছতা ও সততার মধ্যে থেকেছি-আগামীতেও থাকব,’ বললেন ‘বেদের মেয়ে জোৎস্না’খ্যাত এই অভিনেতা।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo