ফেশিয়াল প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার তার জাস্টিস ওয়ার্ল্ড টুর বাতিল করায় অনেকেই হতাশ হয়েছিলেন। ইনস্টাগ্রামে ভক্তদের নিজের অসুস্থতার কথা জানিয়েছেন বিবার। তিনি রামসাই হান্ট সিনড্রমে আক্রান্ত হয়েছেন। এর সিন্ড্রমের কারণে ফেশিয়াল প্যারালাইসিসের সঙ্গে লড়ছেন বিবার। 

ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় বিবার বলেছেন, ‌‘আপনারা যেমনটা দেখতে পারছেন, এক চোখ বন্ধ করতে পারছি না। মুখের একপাশ দিয়ে হাসতে পারছি না। নাসারন্ধ্রও নড়াচড়া করতে পারছি না। মুখের এক অংশ পুরোপুরিভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে।’ 

বিবার আরও বলেন, ‘যারা শো বাতিল হওয়ায় হতাশ তাদের বলছি, আমি শারিরীকভাবে সক্ষম না হওয়ায় শো বাতিল করতে হয়েছি। এটা খুবই গুরুতর সমস্যা।

বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন বিবার। মুখের ব্যায়াম করছেন। এসময়টা তাকে বিশ্রামেও থাকতে হবে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo