আন্তর্জাতিক ছবিতে শ্রুতি হাসান

এ বছর শ্রুতি হাসানের কোনো ছবি মুক্তি পায়নি। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে থাকতে হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত  হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এ অভিনেত্রী। এবার আন্তর্জাতিক ছবিতেও দেখা যাবে তাকে। ছবির নাম ‘দি আই’। ডাফেন শোমন পরিচালিত ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।

শুক্রবার খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রুতি। তিনি লেখেন, ‘‘এ রকম একটা ভাল টিমের সঙ্গে এই ছবিটার অংশ হতে পেরে ভাল লাগছে। আমি গল্প বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই রকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরও খুশি।’’

ছবির গল্প ১৯৮০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা মহিলা তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্স শহরে শুরু হবে এই ছবির শুটিং।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo