অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত ঘোষণা

আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, অর্থনৈতিক সংকটের জেরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে। 

এতে পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে একটি নতুন তারিখের ঘোষণা আসতে পারে ৩ মার্চ। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এমনটাই জানানো হয়েছে। 

এই নির্বাচনকে মনে করা হচ্ছিল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য এক বড় পরীক্ষা। গত বছরের জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের মুখে  দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর পরেই দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন ও ভোটগ্রহণ বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন। তবে এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় তহবিল মিলছে না।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo