পেনাল্টি পেয়েও ফিরিয়ে দিলেন রোনালদো

এ কোন ক্রিস্টিয়ানো রোনালদো!

প্রতিপক্ষের ডি বক্সে ফাউল আদায় করবেন, পেনাল্টি পেলে সেটা দ্রুতই গোলে পরিণত করবেন, রোনালদোকে তো সবাই এভাবেই চেনে। তবে এবার দেখা গেল রোনালদোর অন্য রূপ।

এএফসি চ্যাম্পিয়নস লিগে গত রাতে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রোনালদো। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে, তিনি আল নাসরের নন, পার্সেপোলিসের ফুটবলার। রোনালদোর পেনাল্টি ফিরেয়ে দেওয়ার ম্যাচে ইরানের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর। জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁর দল।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় মিনিটে। বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রোনালদোও ফাউল বিবেচনা করতে নিষেধ করেন। দাবি করেন, এটা ফাউল ছিলেন না। এরপর চীনা রেফারি মা নিং মনিটরে দেখে তাঁর সিদ্ধান্ত বদল করেন।

ম্যাচের শুরুতে রোনালদো উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসরকে বেকায়দায় পড়তে হয়। ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনালদোদের একজন কম নিয়ে খেলতে হয়। এ কারণে নিজেরা গোল করার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগ দিতে দেখা যায় আল নাসকে। লক্ষ্যে স্বাগতিক পার্সেপোলিসের ৪ শটের বিপরীতে আল নাসর নিতে পারে মাত্র একটি শট। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে যায় রিয়াদের ক্লাবটি।

এ ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো, যেখানে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’

অন্যদিকে ‘সি’ গ্রুপে উজবেকিস্তানের ক্লাব এজিএমকেকে ২-১ গোলে হারিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। আর্জেন্টাইন কোচ মার্সেলো গালার্দো দায়িত্ব নেওয়ার পর এটা ইত্তিহাদের প্রথম জয়। দলটির হয়ে জোড়া গোল করেছেন মরক্কোর আবদেররাজাক হামাদাল্লাহ।

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo