নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নয়াপল্টন প্রকম্পিত করে তোলেন তারা। 

বুধবার দুপুরে বিএনপি’র নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেন।

এদিকে দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়া পল্টন এলাকায় এসেছেন। আজকের সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। 

এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo