নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ

আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। এর আগে ওয়ানডে ছিল স্রেফ তিনটি।

এবার তাতে যুক্ত হলো আরও তিন ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে  ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।  

গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। এবার স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজ খেলবে বাংলাদেশ।  

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে আগামী ৯ ও ১১ নভেম্বর।  

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo