মহানবীকে নিয়ে অরুচিকর কার্টুন ছাপানোর নিন্দা জানিয়েছে ইরান

মহানবী হযরত মুহাম্মদ (স)-কে অবমাননা করে বিকৃত ও অরুচিকর কার্টুন ছাপানো তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনের বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর কর্মের কঠোর সমালোচনা করে নিন্দা জানিয়েছে দেশটি।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেন, মহানবী (স) কিংবা অন্য যেকোন নবীকে অবমাননা করা কোন ভাবে মেনে নেওয়া হবে না। বাকস্বাধীনতার নামে উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। যার মাধ্যমে বিশ্বের ১০০ কোটিরও বেশি মুসলমানের ইসলামি মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি অসম্মান করা হয়েছে।

এদিকে ইরানের আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এক বার্তায় সুইডেনে পবিত্র কোরআনে আগুন দেয়ার কঠোর নিন্দা জানিয়েছে। আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয় বলেছে, এই ধরনের তৎপরতা উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সাংঘর্ষিক। পার্সটুডে।

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo