ইসরায়েল-বাহরাইন চুক্তি ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত

সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাহরাইনের চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকবার ছুরিকাঘাত বলে মন্তব্য করেছে দেশটির কর্তৃপক্ষ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিন এ চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইন এক যৌথ বিবৃতিতে এ চুক্তির ঘোষণা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এ চুক্তিতে সম্মত হন।

এর আগে গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছে। চুক্তিটির ফলে মধ্যপ্রাচ্যের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিকের পথে রয়েছে।

এ চুক্তির বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সামাজিক বিষয়ক মন্ত্রী আহমেদ মাজদালানী বলেন, সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন আরেকবার
ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত করল।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস বলেছে, এই চুক্তি একটি ‘আগ্রাসন’ যা বিশ্বাঘাতকতার ছুরিকাঘাত।

Ref: barta24

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo