মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় শাহাদৎ হোসেন সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩৪ জন মারা গেলেন।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিতাসের বরখাস্ত আট কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্ফোরণে নিহতদের পরিবার ও স্বজনরা ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসনের কাছে। স্মারকলিপিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলাের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এককালীন আর্থিক সহায়তা প্রদান করাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Ref;bhorer-dak

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo