জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন মণিরামপুর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী পলাশ ঘোষ

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মণিরামপুরের পৌরসভার ৩নং সদর (মণিরামপুর) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক পলাশ ঘোষ প্রচারণার পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছেন জনসেবামুলক কাজ। নিয়মিত তিনি ওয়ার্ডের প্রতিটি এলাকার সার্বিক খোঁজ-খবরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাত, উঠান বৈঠক ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ডের প্রতিটি এলাকার সর্বস্তরের জনগণের সার্বিক খোঁজখবর নেয়াসহ অসহায় ও দুস্থ মানুষের দু:খ-কষ্ট কিছুটা লাঘব করার মানসিকতা নিয়ে নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রেখেছেন। সেবামূলক কাজের অংশ হিসেবে ইতোপূর্বে তিনি নিজ অর্থায়নে এলাকার জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপোযোগী রাস্তা সমূহ সংস্কারসহ অসহায়দের শীতের বস্ত্র বিতরণ, বসত ঘরের ঢেউটিন, পরিধানের বস্ত্র, শিশু-কিশোরদের খেলাধলার উপকরণ, বৃক্ষচারা, করোনাকালীন কর্মহীনদের খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র ও অসহায়দের সাধ্যমত সহযোগিতা অব্যহত রাখার পাশাপাশি সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। যা অদ্যবধি পর্যন্ত চলমান রয়েছে। এ কারণে পলাশ ঘোষ এখন এলাকার জনসাধারণের কাছে তরুণ সমাজসেবক হিসেবে পরিচিতিটা একটু বেশিই পেয়েছেন। নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে জানতে চাইলে পলাশ ঘোষ বলেন, "আমি বর্তমান মণিরামপুরের কেন্দ্রীয় দোলখোলা পূঁজা মন্দিরের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ ইতোপূর্বে দক্ষতার সাথে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি। আসন্ন মণিরামপুর পৌরসভার নির্বাচনে ৩নং সদর (মণিরামপুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আমার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে লাগাতর ওয়ার্ডবাসির সাথে সৌজন্য স্বাক্ষাত, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আমি ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হবো এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিই জয়লাভ করবো। নির্বাচিত হলে আমি জনপ্রতিনিধি নয়-একজন সেবক হয়ে ওয়ার্ডবাসির দেখভাল করতে চাই।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo