‘গ্রিন টি নিলামে, ২৪৫০ টাকা কেজিতে বিক্রি!

হবিগঞ্জের বাহুবলের বৃন্দাবন চা বাগানে উৎপাদিত বিশেষায়িত ‘গ্রিন টি’ দ্বিতীয়বারের মতো রেকর্ডমূল্যে নিলামে বিক্রির মাধ্যমে সাড়া ফেলেছে।

 

সোমবার চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম সপ্তাহের নিলামে সর্বোচ্চ দুই হাজার ৪৫০ টাকা কেজি দরে ‘গ্রিন টি’ বিক্রি হয়েছে।

এর আগে গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে এক হাজার ৬৫০ টাকা কেজিতে ‘গ্রিন টি’ বিক্রি করে রেকর্ড করে। এতে চা শিল্পে নেমে আসা ধস ঠেকাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিবেশবান্ধব ও বিষমুক্ত নিরাপদ চা উৎপাদনের লক্ষ্যে ২০১৮ সাল থেকেই বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান চায়ের নতুন উদ্ভাবন কাজ শুরু করেন। গতানুগতিক ধারার বাইরে এসে বিশেষায়িত চা উৎপাদনের লক্ষ্য থেকেই তিনি এ কাজ শুরু করেন।

এমন অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান আরও বলেন, আমার সরাসরি তত্ত্বাবধানে উৎপাদিত ‘গ্রিন টি’ গত নিলামে এক হাজার ৬৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, যা তখন পর্যন্ত রেকর্ডসংখ্যক দাম ছিল।

আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম নিলামেই আমার তৈরিকৃত ‘গ্রিন টি’ অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে। এমন সাফল্যে বিষমুক্ত নিরাপদ ও বিশেষায়িত চা তৈরিতে আমার আগ্রহ বেড়েছে বহুগুণ।

সূত্রঃ- যুগান্তর 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo