করোনাবিধি না মানায় বলিউড নায়ক গ্রেফতার

করোনার সঙ্গে লড়ছে পুরো ভারত। দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পুরো দেশ। নতুন করে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় মহারাষ্ট্র, দিল্লিসহ একাধিক রাজ্যে পূর্ণ ও আংশিক লকডাউন জারি করেছে সরকার।

শোচনীয় পরিস্থিতিতে করোনাবিধি না মানায় বলিউডের জনপ্রিয় অভিনেতা জিমি শেরগিলসহ পুরো ইউনিটকে গ্রেফতার করেছেন পুলিশ। ওয়েব সিরিজের শুটিং করছিলেন তিনি। খবর পেয়ে গভীর রাতে সেটে পৌঁছায় পুলিশ। অভিনতা জিমিসহ ৩৫ জনকে গ্রেফতার করে।

করোনার দাপট কমাতে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি করেছিল প্রশাসন। সেই কারফিউ ভেঙে ১৫০ জনকে নিয়ে ‘ইয়োর অনার ২’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক ইশ্বর নিবাস।

অভিনেতা জিমি শেরগিল, পরিচালকসহ পুরো টিমের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, পরিচালক ইশ্বর নিবাসের টিমের দাবি, তাদের কাছে শুটিংয়ের অনুমতি ছিল। ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ওই স্কুলে শুটিং করার অনুমতি নিয়েছিল তারা।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo