করোনায় কয়েক ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হটস্পট রাজশাহী

শিক্ষানগরী রাজশাহী অঞ্চলে বিধ্বংসী রূপ ধারণ করেছে মহামারি করোনাভাইরাস। করোনার ভয়াল থাবায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ১০ জন। যার মধ্যে ছয়জনেই চাঁপাইনবাবগঞ্জের। 
 

 

রোববার (২৩ মে) বিকেল থেকে সোমবার (২৪ মে) বেলা ১১টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যান তারা। মারা যাওয়া সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬নং ওয়ার্ডে তিনজন, ২৯নং ওয়ার্ডে একজন, ২২নং ওয়ার্ডে দুজন মারা গেছেন। মৃতদের ছয়জনেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এদিকে, সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৬৮ জন করোনা রোগী ভর্তি আছেন।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশে করোনা ব্যাপক আকার নিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এদিকে করোনা রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo