নিষেধাজ্ঞার কোনো প্রভাব ইরানের প্রতিরক্ষা খাতে পড়েনি

ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

 

তিনি বলেছেন, ইরান বিপ্লবের প্রথম থেকেই নিষেধাজ্ঞার মধ্যে ছিল, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নের ওপর এর কোনো প্রভাব পড়েনি। 

শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা করছে তা বিদ্বেষমূলক ও অসংযত। এ কারণে বিশ্বের অন্যান্য দেশ এই আহ্বানে সাড়া দেবে না। খবর ইরনার। 
 
সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারবে না বলেও জানান আমির হাতামি। 

প্রসঙ্গত, গত অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনও ওই অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করে যাচ্ছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo