করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ নিচ্ছে। সীমান্ত এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরাসহ সীমান্ত জেলায় বাড়ছে নতুন রোগী।

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের। 

সংক্রমণের বিস্তার রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার মধ্যেই ২৬ জুন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার অতিক্রম করে। 

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

আড়াই মাস পর গত বছরের ১০ জুন মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপর ৫ জুলাই ২ হাজার, ২৮ জুলাই ৩ হাজার, ২৫ আগস্ট ৪ হাজার, ২২ সেপ্টেম্বর ৫ হাজার ছাড়ায় মৃতের সংখ্যা। এরপর কমে আসে দৈনিক মৃত্যু। ৪ নভেম্বর ৬ হাজার, ১২ ডিসেম্বর ৭ হাজারের ঘর ছাড়ায় মৃত্যুর সংখ্যা। 

এ বছরের ২৩ জানুয়ারি ৮ হাজার এবং ৩১ মার্চ মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়ায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ১৫ দিনেই এক হাজার কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটে, ১৫ এপ্রিল মৃতের মোট সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যায় ২৫ এপ্রিল। 

এর ১৬ দিন পর ১১ মে করোনাভাইরাসে মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। তার সঙ্গে আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লাগে ১ মাস।

শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় রেকর্ড ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo