পরীমনির মামলার পর মাদক মামলায়ও জামিন নাসিরের

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির করা মামলায় জামিনের পর এবার মাদক মামলায়ও জামিন পেলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

 

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি জামিন পাঁচ হাজার টাকা মুচলেকায় পেয়েছেন। 

নাসিরের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া। তিনি বলেন, বিমানবন্দর থানায় করা মাদক মামলায় নাসির, অমিসহ পাঁচজনের জামিন আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাসির ইউ মাহমুদ ও তিন নারীর জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া তিন নারী হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন। তবে আদালত আসামি অমির জামিন আবেদন নাকচ করেন।

এদিকে বুধবার শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিকে মানবপাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo