করোনা শনাক্তে রেকর্ড, ইতালিতে

ইতালিতে গতকাল মঙ্গলবার করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়। দ্য গার্ডিয়ান এসব তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইতালিতে করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন।

গতকাল ইতালির হাসপাতালগুলোয় করোনায় সংক্রমিত ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৯১২। তবে এই তালিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা রোগীরা নেই।

এক দিন আগে ইতালির হাসপাতালগুলোয় করোনায় সংক্রমিত ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৩৩৩।

ইতালিতে গত সোমবার ১০৩ জন করোনা রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল নতুন করে ১৫৩ জন রোগী আইসিইউতে ভর্তি হন।

সোমবার আইসিইউতে ভর্তি করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫১। গতকাল এই সংখ্যা বেড়ে হয় ১ হাজার ৩৯২।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইতালিতে ১২ লাখ ৩০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৩২১ জনের

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo