মিনহাজুল আবেদীন করোনা পজিটিভ

জ্বরে ভুগছিলেন দুই দিন ধরে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাই গতকাল করোনা পরীক্ষা করালেন। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। নিয়ম মেনে মিনহাজুল এখন আইসোলেশনে আছেন।

কিছুটা জ্বর থাকলেও জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের শারীরিক অবস্থা ভালো আছে। মিনহাজুলের ধারণা, তাঁর করোনা পরীক্ষার ফল ভুল এসেছে। সে কারণে আজ আরও একটি পরীক্ষা করাবেন তিনি।

মিনহাজুল এ ব্যাপারে বলেছেন, ‘হঠাৎই করোনা পরীক্ষা করাই আর তাতে ফল পজিটিভ এসেছে। তবে আমার শরীরের অবস্থা ভালো আছে। একটু জ্বর ছাড়া আমার শরীরে আর কোনো উপসর্গ নেই। ফলস পজিটিভও হতে পারে। তাই আবার পরীক্ষা করাব।’

কাল করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার আগে মিনহাজুল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন। পরে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া দুই দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ। তিনিও এখন আছেন আইসোলেশনে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo