শাবিপ্রবির আন্দোলন ও উপাচার্যের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে আজ বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শাবিপ্রবির সমস্যা সমাধানে শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।

'আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে, যারা অনশন করেছে, তারা শারীরিক ও মানসিকভাবে পর্যদুস্ত অবস্থায় আছেন' উল্লেখ করে শিক্ষামন্ত্রী এ সময় বলেন, 'তারা একটুখানি গুছিয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। যদি তারা চান যে আমরা খুব শিগগিরই যাব, সেটাও আমরা যেতে পারি। কয়েকটাদিন সময় নিয়ে যদি বসতে চান, সেটাও আমরা বসতে পারি।'

'শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের যে সব সমস্যা আছে, যে অভাব-অভিযোগ-অসন্তোষ, সেগুলোর যে বহিঃপ্রকাশ, আমরা শুধু বহিঃপ্রকাশটাকে দেখতে চাই না। আমরা সমস্যাটার সমাধান করতে চাই। এই সমস্যা সমাধানের কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী আমরা সবাই একদিকে। আমাদের কিন্তু পক্ষ-বিপক্ষ নাই। আমরা সবাই একদিকে, সমস্যাটি অন্যদিকে। আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করব,' বলেন তিনি

তিনি আরও বলেন, 'আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন রানা প্লাজার ঘটনা ঘটেছিল, বা একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার মধ্যে দিয়ে পোশাক শিল্প খাতটির অনেক সমস্যা আমরা নতুন করে অ্যাড্রেস করেছি। আমি মনে করি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটির মধ্য দিয়েও তা হবে। আমাদের সন্তানেরা অনশন করবেন, তারা কষ্ট পাবেন, এটা আমাদের উৎকণ্ঠিত করেছে, কষ্ট দিয়েছে।'

'তাদের যৌক্তিক দাবির প্রতি আমরা সবসময় সহমর্মী ছিলাম, সবসময় থাকবো। কারণ তারা আমাদের সন্তান, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের ভালোমন্দ দেখা আমাদের দায়িত্ব,' যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, 'সেখানে যা-ই ঘটেছে, সেগুলো সুষ্ঠুভাবে দেখার একটা সুযোগ পেলাম এই ঘটনাটির মধ্যে দিয়ে। আগেই বলেছি, এই সমস্যা শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একার নয়। অনেক বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা। হলগুলো নিয়ে সমস্যা, গণরুমের সমস্যা, খাবারের সমস্যা, অনেক সমস্যা আছে। সবগুলো সমস্যা আমরা সমাধান করতে চাই।'

তিনি বলেন, 'আশা করছি, এর মধ্যে দিয়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো অনেকখানি সমাধান করতে পারব। আশা করছি, তারা এখন অবরোধ তুলে নেবে। আমরা তাদের সব অভিযোগ, সব ঘটনাপ্রবাহ খতিয়ে দেখে, যারই অবহেলা, ত্রুটি বিচ্যুতি থাকবে, যেই হন না কেন, তাদের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব।'

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এই যে আন্দোলনের সময় কিছু মামলা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা যেমন মামলা বা যা কিছু ঘটে গেছে, আমরা তো সামনের দিকে এগুতে চাইছি। আমরা পেছনে দেখব না। পেছনে যেগুলো ঘটে গেছে সেগুলো থাকবে না। এর কোনো ধরনের কোনো আইনি বা তাদের পড়াশোনার ওপরে বা তাদের ভবিষ্যতের একাডেমিক কোনো ক্ষেত্রে এর কোনো ফলাফল থাকবে না, এর কোনো প্রভাব থাকবে না। এটা আমরা নিশ্চিত করব। কাজেই এই মামলা নিয়ে কোনো অসুবিধা নেই।' 

'সমস্যা যা, সেই সমস্যাই যখন সমাধান হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই যারা এ মামলাগুলো করেছেন তাদের সঙ্গে কথা বলে, আমরা তো চাই সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে। কাজেই আশা করি এ বিষয়গুলো নিষ্পত্তি হয়ে যাবে। এ জন্য আমাদের যা কিছু দরকার আমরা তা করব।'

'এর জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। মোট কথা আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা যেন না হয় আমরা সেটি নিশ্চিত করব,' বলেন তিনি।

উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, 'প্রথম কথা হলো একজন উপাচার্য থাকলেন কি থাকলেন না, সেটি কিন্তু সমস্যা সমাধানে প্রভাব ফেলছে না। একজন উপাচার্য চলে গেলে আরেকজন উপাচার্য তো আসবেন। কিন্তু তাতে সমস্যাই যদি থেকে গেল, তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যাটা সমাধান করব। উপাচার্যের ব্যাপারে তো অন্য পদ্ধতি আছে। দেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি এটা তো তিনি এই দায়িত্বটা তার উপর ন্যস্ত করেন। এটা একটা ভিন্ন প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়াটিকে ভিন্নভাবে দেখব। এই দাবির বিষয়ে তাদের সঙ্গে আমার যে আলোচনা সেটা হলো, আমরা তাদের যত সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করব। আর এই ব্যাপারে আমরা দেখব যে আমাদের পক্ষে কী করা সম্ভব।' 

পুরো ঘটনা খতিয়ে দেখতে কত সময় লাগতে পারে? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'একদমই সময় নেবো না আমরা। যদি এমন হয়, আমরা দুয়েকদিনের মধ্যেই যেতে পারি। ওরা যদি বলে আমরা হলে আসি, সবাই আসুক, তারপরে আসেন, তাও হবে। আমি একদম প্রস্তুত আছি। আমরা যেতে পারি, কথা বলতে পারি।'

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo