ভারতে হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭২ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৩৩ জন। যা বুধবারের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। ফলে বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ১০.৯৯ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকালের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১০৭ জন। এর ফলে দেশে মোট তিন কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৪১৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৬৯ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে দেশে মোট ৭৩ কোটি ৪১ লাখ নমুনা পরীক্ষা হল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৯৮৩ জনে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সে রাজ্যের ৩৩৫টি অনথিভুক্ত মৃত্যু যোগ হয়েছে

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo