করোনা: রাজশাহীতে শনাক্তের হার ২ মাসে সর্বনিম্ন

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ শতাংশে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫৭ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০ জন।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo