দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০ মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৯০৭ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগী ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন হলো।  

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।
২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।  

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

এর আগের দিন বুধবার করোনায় ১৫ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯২৯ জনের, শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo