দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহত ২

প্রচণ্ড ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ভারতের রাজধানী দিল্লি। সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা।

ঝড়ে প্রায় ১০০ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ঝড়ে প্রাণ হারিয়েছেন দুই দিল্লিবাসী। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। দিল্লির রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছচাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়।

একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষতির ঘটনা ঘটেছে।

জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরিবাগে গাছচাপা পড়ে মৃত্যু হয় বসির নামে আরও এক ব্যক্তির।

ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গেছে। একাধিক বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। কিন্তু ২ ঘণ্টার মধ্যে মিনিট ১৫ যে তীব্র ঝড় হয়, তাতেই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিল্লিতে বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী। মঙ্গলবারও দিল্লির আকাশ মেঘলা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo