২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, বাড়ছে শনাক্ত

দেশে ফের করোনা শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যেখানে গতকাল মঙ্গলবার ১৬২ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo