ন্যাটোর চুক্তি সত্ত্বেও সন্ত্রাসবাদে অভিযুক্তদের প্রত্যার্পণ করেনি সুইডেন: তুরস্ক

‘সন্ত্রাসবাদে অভিযুক্ত’ যেসব ব্যক্তিদের তুরস্ক ফেরত চেয়েছে সুইডেন এখনো তাদের ফেরত পাঠায়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এই মন্তব্য করেছেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। কিন্তু ন্যাটোর ‘গুরুত্বপূর্ণ’ সদস্য তুরস্ক সুইডেন-ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিতে ভেটো দেয়। তাদের অভিযোগ- তুরস্ক যাদের সন্ত্রাসী গণ্য করে সুইডেন তাদের আশ্রয় দেওয়াসহ সমর্থন করে।

এই জটিলতা নিয়ে একাধিক বৈঠকের পর স্পেনের মাদ্রিদে ন্যাটোর এক সম্মেলনে তুরস্ক কিছু শর্তে সুইডেনের ন্যাটোতে যোগদানে সম্মতি দেয়। সে সব শর্তের মধ্যে উল্লেখযোগ্য— তুরস্কের কিছু ‘অভিযুক্ত সন্ত্রাসী’কে ফেরত পাঠাবে সুইডেন। 

 

কিন্তু তুরস্ক বলছে, ন্যাটোর চুক্তি সত্ত্বেও সুইডেন এখনো অভিযুক্তদের ফেরত পাঠায়নি। ন্যাটোর সদস্য হতে হলে সবগুলো সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়। ন্যাটোর মোট সদস্য সংখ্যা ৩০টি।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo