ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৩৬ জনের মৃত্যু

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন শত শত মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

ভূমিধসের কারণে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। এমনকি অনেক রাস্তাও পানিতে ডুবে গেছে। গাছ পড়ে ধ্বংস হয়েছে গাড়ি।

সোমবার সাও পাওলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। 
   
উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। এতে মৃত্যুর সম্ভাবনা আরও বাড়ার পাশাপাশি উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

এ অবস্থায় ছয়টি শহরের জন্য ১৮০ দিনের দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo