বগুড়ায় ইটপাটকেল ছুড়ে ট্রাকের গতি রোধ করে অগ্নিসংযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হরতালের আগের রাতে পণ্য পৌঁছে দিয়ে ফেরার পথে একটি খালি ট্রাকের গতি রোধ করে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলু বীজ পৌঁছে দিয়ে ট্রাকটি মধ্যরাতে সিরাজগঞ্জের দিকে ফিরছিল। বগুড়া শহরের উপকণ্ঠ বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে ট্রাকের গতি রোধ করার চেষ্টা করে। এ সময় ট্রাকের কাচ ভাঙচুর করা হয়। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাক ঘুরিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গর্তে ট্রাকটি পড়ে যায়। এ সময় চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও বলেন, হামলাকারীরা হরতাল সমর্থক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo