পদ্মায় ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রামের ইলিশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে পদ্মার একটি দুই কেজির বেশি বড় ইলিশ মাছ ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি স্থানীয় এক জেলের কাছ থেকে কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ওই দামে বিক্রি করেন। সকাল নয়টার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে গোপাল হালদার নামের এক জেলের জালে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে।

ঘাটসংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, গতকাল শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার সঙ্গীদের নিয়ে আরিচা ঘাটের কাছ থেকে যমুনা নদীতে জাল ফেলেন। রাতে তেমন একটা মাছ না পাওয়ায় তিনি অনেকটা হতাশ হন। রাত শেষে ভোরের দিকে জাল ফেলেন গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে। সকাল নয়টার কিছু আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাল তুলে দেখেন, দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। যার মধ্যে একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রামের কাছাকাছি।

এ মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম ধরা পড়ে বলে জেলেদের ধারণা। এ সময় নৌকায় থাকা সবাই খুশি হয়ে দ্রুত মাছ দুটি বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। স্থানীয় কেছমত মোল্লার আড়তে মাছ দুটি নিলামে তুললে ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি তিনি কেনেন ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কেনেন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১ হাজার ৬৯০ টাকায়।

টুকরিতে রাখা জেলে গোপাল হালদারের জালে ধরা পড়া বড় ইলিশ দুটি। এর একটির ওজন ২ কেজি ২০০ গ্রাম, অপরটির ওজন ১ কেজি ৩০০ গ্রামের কাছাকাছি। আজ রোববার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে।  ছবি: প্রথম আলো

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, এর আগে এ মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিগত দু-তিন বছরে আমি দেখিনি বা কিনতেও পারিনি। আজ সকাল সাড়ে নয়টার দিকে বাজারে গিয়ে পদ্মা নদীর এত বড় ওজনের ইলিশ দেখে অবাক হয়ে যাই। পদ্মার এত বড় ইলিশ দেখে যে কারও লোভ লাগার কথা। তাই দেরি না করে দ্রুত মাছটি কিনে ঢাকায় পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করতে থাকি। মুহূর্তের মধ্যে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দিই। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি করে ফেলেছি।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে দুই কেজি ওজনের পাওয়া যায়নি বলে জানি। আজই প্রথম জানতে পারলাম ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কথা। তবে আমার ধারণা, এ মৌসুমে এ রকম বড় পদ্মার ইলিশ আরও পাওয়ার সম্ভাবনা আছে। পদ্মা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে।’

প্রকাশ: prothomalo, ৩০ আগস্ট ২০২০, ১৮:২৩

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo