ব্যাট হাতে মা, ছেলে তখন বোলার !

রাজধানীর পল্টন ময়দানে চলছিল বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ দেখতে হাজির হয়েছেন গুটিকয়েক দর্শকও। তবে সবার চোখ আটকে গেছে পাশের ক্রিকেট পিচে।

১১ বছর বয়সী ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিলো তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘুর্ণিতে কাবু করে বেশ উল্লাস করতেও দেখা যায় শিশুটিকে। এসময় পাকিস্তানী কিংবদন্তি লেগস্পিনার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।

জানা গেছে, পাশের আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশুনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে তার সতীর্থ কিংবা কোচ কেউই তখনো এসে না পৌঁছুনোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছে ছোট্ট ইয়ামিন। 

মায়ের স্বপ্ন ছেলে ভবিষ্যতে দেশের ক্রিকেটের হাল ধরবে। মা ঝর্ণা আক্তার মুন্সিগঞ্জের মেয়ে। তিনিও একজন অ্যাথলেট ছিলেন। চাপতি নিক্ষেপ, ১০০, ৫০০ মিটার দৌড় এ তিনি জেলার চাম্পিয়ন ছিলেন। তার ভাইও জাতীয় খেলোয়াড়। তিনি চান, তার মতো অন্য মায়েরাও সন্তানের সাথে খেলুক। এগিয়ে যাক নতুন বাংলাদেশ।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo