ইহুদিবিরোধী’ পোস্ট, গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করে বরখাস্ত হয়েছেন গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ বব।২০০৭ সালে একটি পোস্টে তিনি লিখেছেন, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ জন্য অতৃপ্ত ক্ষুদা রয়েছে।  

 

সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের সময় এ বিষয়টি আবার সামনে আসে। যদিও পোস্টটি ডিলিট করা হয়েছে। 

বৃহস্পতিবার গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, 
আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

‘আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। যা ইহুদি সম্প্রদায়ের মানুষদের মনে ব্যাথার সৃষ্টি করেছে’, যোগ করেন তিনি।

গুগলের এই কর্মকর্তা আরও বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতিমধ্যে নিজ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

সমাজে ইহুদি বিরোধীদের কোনো জায়গা নেই মন্তব্য করে তিনি বলেন, এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে। আমরা ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
সূত্র: বিবিসি।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo