মহারাষ্ট্রেও ফ্লপ সালমানের রাধে, আয় কত জানেন?

মহারাষ্ট্রের দুটি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খানের ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু ছবিটি এই রাজ্যেও ফ্লপ। করোনার মধ্যে এ সিনেমা দেখতে হলে ভিড় চোখে পড়েনি। 

 

মালেগাঁওয়ের ড্রাইভ-ইন সিনেমায় এবং ঔরঙ্গাবাদের একটি সিনেপ্লেক্সে সব মিলিয়ে প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে ৮৪টি। 

ড্রাইভ-ইন সিনেমায় সাড়ে ৭টা ও সাড়ে ৯টার শো ছিল। ঔরঙ্গাবাদে ১২টা, ৩টা, ৬.১৫ এবং সাড়ে ৯টার শোয়ে দেখা যাচ্ছে রাধে। কিন্তু প্রথম দিনের দর্শক সংখ্যা কত? জানা গেল, ড্রাইভ-ইন সিনেমায় ২২ জন গাড়িতে বসে ছবিটি দেখেন। আর  হলে বসে সিনেমা দেখেন ৪০ জন। এমনকি দর্শক না থাকায় সাড়ে ৯টার শোটি বাতিলই করতে হয়। ঔরঙ্গাবাদের সিনেমা হলের অবস্থা আরও খারাপ। 

হল মালিক জানান, চারটি শোয়ের মাত্র ২২টি টিকিট বিক্রি হয়েছে। ফলে তারা চারের বদলে দুটি শো চালানোর পরিকল্পনা করছেন। 

ফলে ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এ দুই সিনেমা হল মিলয়ে প্রথম দিনে আয় করেছে ছয় হাজার ১৭ রুপি।

এর আগে ত্রিপুরার আগরতলা ও ধর্মনগরের সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি।  সেখানে সিনেমাটির আয় হয় ৬৩ হাজার ২৪৮ রুপি। সব মিলিয়ে বর্তমানে সিনেমাটির আয় ৬৯ হাজার ২৬৫ রুপি।

গত ১৩ মে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।  ডিজিটাল প্ল্যাটফরমে ছবিটি রেকর্ডসংখ্যক দর্শক দেখেছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo