ক্রিশ্চিয়ানো ‘ফটোগ্রাফার’ রোনালদো

ফুটবল ছেড়ে ফটোগ্রাফিতে মন দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ অভিজ্ঞ ফটোগ্রাফারের মতোই ছবি তুলতে দেখা গেছে তাকে। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের আনুষ্ঠানিক ফটোসেশনে রীতিমতো পেশাদার ফটোগ্রাফারই হয়ে গেলেন রোনালদো।

পর্তুগিজ এই সুপারস্টারকে এখন ক্রিশ্চিয়ানো ‘ফটোগ্রাফার’ রোনালদো নামেই ডাকা যেতে পারে। তার ছবি তোলার ভিডিও পোস্ট করেছে উয়েফা। সেখানে পর্তুগাল টিমের কোনও ফটোশ্যুট চলছিল। রোনালদো অপেক্ষা করছিলেন নিজের ছবি তোলানোর জন্য। সে সময় ফটোগ্রাফার পেপের ছবি তুলছিলেন। হঠাৎ করে রোনালদো এগিয়ে গিয়ে ফটোগ্রাফারকে বলেন, ‘আমাকে একটি ছবি তুলতে দাও।’ ফটোগ্রাফারের হাত থেকে ক্যামেরা নিয়ে পেপের ছবি তোলার সময়ে দক্ষ ফটোগ্রাফারের মতো তাকে হাসতে বলে। তার পর একটি ছবি তুলে ফটোগ্রাফারকে বলেন, ‘তোমার থেকে ভাল ছবি তুলেছি’।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রোনালদোর এই ছবি তোলার ভিডিও। তার ভক্ত-সমর্থকদের বিস্ময়, ‘এমন কিছু কি আছে যা করতে পারেন না রোনালদো?’ অনেকেই আবার সেই ভিডিও রিটুইট করে প্রশংসায় ভাসিয়েছেন মি. ফটোগ্রাফার রোনালদোকে।

ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর জার্মানির কাছে ৪-২ গোলে ধরাশায়ী হয়েছে রোনালদোর দল।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo