সিগারেটের নেশা, দল থেকে বহিষ্কার লংকান ৩ তারকা

ইংল্যান্ড সফরে গিয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি শ্রীলংকা ক্রিকেট দল।  সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় লংকানরা। 

 

সেই ধকল কাটিয়ে ওঠার আগেই বিতর্ক। জাতীয় দলের ৩ জন তারকা ক্রিকেটার সিগারেটের নেশায় রোববার রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে বিনা অনুমতিতে ইংল্যান্ডের ডারহ্যামের রাস্তায় ঘুরে বেড়ান। 

তাদের সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে লংকান ক্রিকেট বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের কারণে কুশল পেরেরা, নিরশন ডিকওয়েলা ও ধানুশকা গুণাথিলাকাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ইংরেজদের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজা। তার আগেই দেশে ফিরতে হবে এই তিন তারকাকে।

এই তিনজন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে ঘুরতে বেড়ানোর খবর জানতে পারার পর থেকেই তাদের দল থেকে আলাদা রাখে লংকান টিম ম্যানেজমেন্ট।  

এ ব্যাপারে, লংকান ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মোহন ডি সিলভা বলেছেন, পুরো বিষয়টি তদন্তের জন্য আমরা আপাতত সেই তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। তবে তারা টিম হোটেল থেকে বাইরে যাওয়ার কথা স্বীকার করেছেন। 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo