করোনা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট

ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এমন অবস্থায় গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ আহবান জানান।

এ সময় তিনি বলেন, করোনা নিয়ে আতংক নয়, সচেতন থাকুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না।

সজীব ওয়াজেদ জয়ের সেই ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

‘করোনাভাইরাস নিয়ে আতংকিত নয়, সচেতন থাকুন। কোনো তথ্য শুনে বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না। 

কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনে কল করুন: 
জাতীয় তথ্য সে-বাঃ ৩৩৩
স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩
আইইডিসিআর: ১০৬৫৫
হটলাইন নম্বর:
০১৩১৩৭৯১১৩০
০১৩১৩৭৯১১৩৮
০১৩১৩৭৯১১৩৯
০১৩১৩৭৯১১৪০
০১৩২১১৭৩৮৬৫

 

করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানতে ডায়াল করুন 333; এরপর অপারেটরের নির্দেশনা অনুযায়ী ১ চাপুন। 
করোনাভাইরাস মোকাবেলায় নিজে সতর্ক থাকুন ও অন্যকে সুরক্ষিত রাখুন।’

এদিকে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চ-ঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। বুধবার (৭ জুলাই) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ২৫ জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo