টেস্টে ফিরেই সেঞ্চুরি মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহর উল্লাসটাই আসলে বলে দিচ্ছিল সব। যেন জানান দিচ্ছিলেন সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই আছে তাঁর। এই তো কিছুদিন আগেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বলতে গেলে শেষই হয়ে যেতে বসেছিল তাঁর টেস্ট-ক্যারিয়ার। জিম্বাবুয়ে সফরে সুযোগ পেয়ে সেটি ভুল প্রমাণ করলেন তিনি। তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

রয় কাইয়ার বলে কাট করে তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১৯৫ বলে। তার শেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৯ সালে, হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে।গতকাল ৫৪ রানে অপরাজিত ছিলেন, আজ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগেই পেয়ে যান সেঞ্চুরি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে নাসিম শাহর হ্যাটট্রিক বলে অফস্টাম্পের বাইরে শট খেলে আউট হয়েছিলেন, এর পরপরই বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। এই টেস্টের স্কোয়াডেও শুরুতে ছিলেন না। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের চোটের কারণে শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছিল তাকে।

শেষ পর্যন্ত দলে থাকলেন, নামলেন ৮ নম্বরে। প্রথমে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি, এরপর ৯ম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে এখন পর্যন্ত তার জুটি অবিচ্ছিন্ন ১২২ রানে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo