তোমরা খেলবে আবার হারবে: শোয়েবকে কটাক্ষ হরভজনের

বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। বৈশ্বিক আসরের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে বাড়তি নজর থাকে দর্শকদের। ২৪ অক্টোবরের ওই মহারণ দেখার অপেক্ষায় দুদেশের ক্রিকেট ভক্তরা। 

 

ইতোমধ্যে শুরু হয়েছে দুই শিবিরের কথার লড়াই, যা ক্রিকেটারদের স্নায়ুচাপ আরও বাড়িয়ে দিচ্ছে।  

ভারত-পাকিস্তানের বহু ম্যাচের সাক্ষী হরভজন সিং ও শোয়েব আকতার। 

ম্যাচ সামনে রেখে পাকিস্তানের সাবেক গতিতারকাকে কটাক্ষ করেছেন ভারতীয় সাবেক স্পিনার হরভজন। 

‘আমি শোয়েবকে বলেছি— আমাদের বিরুদ্ধে খেলতে নামার কোনো মানেই হয় না। তোমরা একটা কাজ করতে পার, সেটি ওয়াকওভার (খেলতে অস্বীকৃতি জানানো)।’

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে খোঁচা দিয়ে হরভজন আরও বলেছেন, ‘আমি তো শোয়েব আখতারকে বলেছি— খেলার কী দরকার পাকিস্তানের! বরং তোমরা তো আমাদের ওয়াকওভার দিতে পার।’

ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসে দেখানো ‘মওকা’ ‘মওকা’ বিজ্ঞাপন উপলক্ষ্যে শোয়েবকে এমন খোঁচা দিলেন হরভজন। 

এমন মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন হরভজন ওরফে ভাজ্জি। শোয়েবকে এই অফস্পিনার আরও বলেন, ‘তোমরা খেলবে, আবার হারবে। সেটি তোমাদের হতাশ করবে। আমাদের দল অনেক শক্তিশালী। তোমাদের খুব সহজেই হারিয়ে দেবে। শোয়েব, আমি কোনো সুযোগই দেখছি না। আমরা তোমাদের স্রেফ উড়িয়ে দিব। তাই খেলে আর কী দরকার!’

সূত্র: ক্রিকেট পাকিস্তান।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo