ট্রেনের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গাজীপুরের সঙ্গে পশ্চিমাঞ্চলের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 

শনিবার কালিয়াকৈরের হাইটেকপার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেকপার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  

এতে গাজীপুরের সঙ্গে পশ্চিমাঞ্চলের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে।

পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শেষ করলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo