দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত হাউজ অব পার্লামেন্টে রবিবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের ছাদে আগুনের লেলিহান শিখা জ্বলছে। সেখান থেকে বিশাল কালো ধোঁয়া বের হয়ে আকাশ ছেয়ে গেছে। ২৫-৩০ জন দমকল কর্মী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

কেপ টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ছাদে আগুন ছেয়ে গেছে; এমনকি জাতীয় অ্যাসেম্বলি ভবনের ভেতরেও আগুনের শিখা ছড়িয়ে পড়েছে।

নগরীর জরুরি সেবার এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভবনের দেয়ালগুলোতে ফাটল দেখা দিয়েছে।

নগর কর্তৃপক্ষ আরও জানায়, আগুন পার্লামেন্টের তৃতীয় তলায়ও চলে গেছে; অফিস কক্ষ এবং ব্যায়ামাগারেও তা ছড়িয়ে পড়তে শুরু করেছে।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo