‘ব্রাজিলে’র অভাব ‘ব্রাজিল’ দিয়ে পূরণ করবে বার্সেলোনা?

অবশেষে ফিলিপ কুতিনিওকে দলছাড়া করতে পেরেছে বার্সেলোনা। পাকাপাকিভাবে না হোক, ধার চুক্তিতে হোক - তাও পেরেছে তো! আগামী ছয় মাসের জন্য ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ডে খেলবেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কুতিনিও যাওয়ার পর দলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা পূরণ করতে চেলসির সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের দিকে হাত বাড়িয়েছে তাঁরা। এমনটাই খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম টিএনটি স্পোর্ত ব্রাসিল। এখন চীনে খেলছেন অস্কার, সাংহাই এসআইপিজি ক্লাবের হয়ে।


এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—


বার্সেলোনা
বার্সেলোনা ছাড়তে চাইছেন দলের ব্রাজিলিয়ান গোলকিপার নেতো। নিজের দেশের ক্লাব ফ্লামেঙ্গোতে ফিরতে আগ্রহী তিনি। জাভির অধীনে যে সেভাবে সুযোগ পাবেন না, সেটা হয়তো বুঝে গিয়েছেন। নেতো যদি চলে যান, সেক্ষেত্রে দলের দ্বিতীয় গোলকিপার হিসেবে রায়ো ভায়েকানোর মেসিডোনিয়ান গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কিকে পছন্দ হয়েছে বার্সার। যদিও 'পাসিওন পোলো এল রায়ো' কে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভস্কি জানিয়েছেন, বার্সেলোনার তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাঠায়নি


আতলেতিকো মাদ্রিদ
কিয়েরান ট্রিপিয়েরের অভাব পূরণে নতুন রাইটব্যাক দলে আনতে চাইছে আতলেতিকো। এর আগে আর্সেনালের পর্তুগিজ রাইটব্যাক সেড্রিক সোয়ারেস, লিলের তুর্কি রাইটব্যাক জেকি চেলিক, চেলসির সেজার আজপিলিকেতার মধ্যে একজনকে দলে আনার ব্যাপারে দিয়েগো সিমিওনের আগ্রহ দেখা গেলেও সে তালিকায় যুক্ত হয়েছে উলভারহ্যাম্পটনের সাবেক বার্সা রাইটব্যাক নেলসন সেমেদো ও ভ্যালেন্সিয়ার ড্যানিয়েল ওয়াসের নাম

চেলসি
চেলসি যদি নিজেদের ব্রাজিলিয়ান লেফটব্যাক এমারসন পালমিয়েরিকে লিওঁ থেকে ফিরিয়ে আনতে পারে, তাহলে পিএসজির ফরাসি লেফটব্যাক লেভিন কুরজাওয়ার দিকে নজর দেবে লিওঁ। এমারসনকে ফেরানোর জন্য প্রায় ৩ লাখ পাউন্ড লিওঁতে দিতেও রাজি চেলসি


ম্যানচেস্টার ইউনাইটেড
বরুসিয়া মনশেনগ্লাডবাখের সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, এর মধ্যে কোচ রালফ রাংনিক কথাও বলেছেন এই মিডফিল্ডারের সঙ্গে। তবে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হতে যাওয়া এই মিডফিল্ডারের জন্য অন্তত আধ ডজন ক্লাব প্রস্তাব দেওয়ার জন্য অপেক্ষা করে আছে


টটেনহাম হটস্পার
ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি, ফরাসি মিডফিল্ডার তাঙ্গি এনদোম্বেলে ও আইরিশ রাইটব্যাক ম্যাট ডকার্টিকে বিক্রি দেওয়ার জন্য প্রস্তুত টটেনহাম। এ তিনজনের ব্যাপারে আগ্রহী ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব শুনতে রাজি তারা। এদিকে রাইট উইংব্যাক হিসেবে খেলানোর জন্য ডকার্টির জায়গায় উলভারহ্যাম্পটন থেকে স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরেকে আনতে চাইছেন আন্তোনিও কন্তে। ওদিকে ডাচ উইঙ্গার স্টিভেন বের্গভেইনকে আয়াক্সের কাছে বিক্রি করতে প্রস্তুত টটেনহাম। বের্গভেইনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে ডাচ ক্লাবটা


নিউক্যাসল ইউনাইটেড
রেঁসের ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকের দিকে নজর দিয়েছে নিউক্যাসল। আড়াই কোটি পাউন্ডের বিনিময়ে এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে চাইছে তারা

 

এসি মিলান
লিলের ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যানের প্রতি মিলানের আগ্রহ থাকলেও লিলের দাবি অনুযায়ী টাকা দেওয়ার সামর্থ্য নেই ইতালির ক্লাবটার। যে কারণে বিকল্প খেলোয়াড়ের দিকে নজর দিচ্ছে তারা। তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের আইভোরিয়ান সেন্টারব্যাক এরিক বাইয়ি থেকে শুরু করে ম্যানচেস্টার সিটির ডাচ সেন্টারব্যাক নাথান আকে, পিএসজির সেনেগালিজ ডিফেন্ডার আবদু দিয়ালো, টটেনহামের জ্যাফে তানগাঙ্গা, এম্পোলির মাত্তিয়া ভিত্তি ; সবাই আছেন


এএস রোমা
কোচ জোসে মরিনিও এর মধ্যেই জানিয়েছেন, ইংলিশ মিডফিল্ডার এইনসলি মেইটল্যান্ড নাইলস ছাড়াও আরেক মিডফিল্ডারকে ধারে আনতে চান। সে মিডফিল্ডারটি হচ্ছেন মরিনিওরই সাবেক ক্লাব পোর্তোর পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরা


ফিওরেন্তিনা
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার ইসকোকে দলে আনার ব্যাপারে কোনো আগ্রহ নেই ফিওরেন্তিনার, ক্লাবটির পরিচালক দানিয়েল প্রাদে স্পষ্ট জানিয়ে দিয়েছেন


বায়ার্ন মিউনিখ
২০২৬ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। বেতন বাড়লেও ম্যানুয়েল নয়্যার ও রবার্ট লেভানডফস্কির পর ক্লাবের তৃতীয় সর্বোচ্চ বেতনধারী হচ্ছেন না তিনি। কর কেটে নেওয়ার পর প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো আয় করবেন তিনি

 

বরুসিয়া ডর্টমুন্ড
দলে নতুন সেন্টারব্যাক আনতে চাইছে বরুসিয়া ডর্টমুন্ড। ফ্রাইবুর্গের জার্মান ডিফেন্ডার নিকো শ্লোটেরবেক ও সুইস ক্লাব এফসি জুরিখের বেচির ওমেরাজিচের মধ্যে আপাতত যেকোনো একজনকে দলে আনতে চায় তাঁরা। ওমেরাজিচের ব্যাপারে আগ্রহ আছে এসি মিলান ও সেভিয়ার মতো ক্লাবগুলোরও


অন্যান্য
লুকাস দিনিয়ে এভারটন ছাড়তে চান, আগের খবর। কিন্তু কোথায় যাবেন, সেটাই নিয়েই ধোঁয়াশা আছে। প্রথমে শোনা গেল চেলসিতে যেতে পারেন তিনি, এরপর আলোচনায় এলো নিউক্যাসল ও ওয়েস্ট হ্যাম। সর্বশেষ, এই ফরাসি লেফটব্যাককে পাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে অ্যাস্টন ভিলা


সর্বশেষ সম্পাদিত দলবদল
আন্দ্রেয়া কন্তি : রাইটব্যাক, ইতালি (এসি মিলান থেকে সাম্পদোরিয়া, অপ্রকাশিত ফি)
এইনসলি মেইটল্যান্ড-নাইলস : মিডফিল্ডার, ইংল্যান্ড (আর্সেনাল থেকে এএস রোমা)


সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ফিলিপ কুতিনিও : আক্রমণাত্মক মিডফিল্ডার, ব্রাজিল (বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলা, ধার)
ক্রিস্তফ পিওন্তেক : স্ট্রাইকার, পোল্যান্ড (হার্থা বার্লিন থেকে ফিওরেন্তিনা, ধার)
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)
রিকার্দো পেপি : ফরোয়ার্ড, যুক্তরাষ্ট্র (এফসি ডালাস থেকে এফসি অগসবুর্গ, ১ কোটি ৪৮ লাখ পাউন্ড)
মিকায়েল কুসাঞ্চ : সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স (বায়ার্ন মিউনিখ থেকে ভেনেজিয়া, ৩৪ লাখ পাউন্ড)
ন্যাথান প্যাটারসন : রাইটব্যাক, স্কটল্যান্ড (রেঞ্জার্স থেকে এভারটন, ১ কোটি ২০ লাখ পাউন্ড)
সামির : সেন্টারব্যাক, ব্রাজিল (উদিনেসে থেকে ওয়াটফোর্ড, অপ্রকাশিত ফি)

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo