আমরা একটি শিরোপার সুযোগ হারালাম : জাভি

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতরাতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল। ম্যাচ শেষে আক্ষেপ প্রকাশ করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

জাভি বলেন, ‘আমি দুঃখিত ও রাগানিত্ব। কারণ এই ম্যাচটি জেতার দরকার ছিল আমাদের। প্রথম ২০ মিনিট বেশি ভালো না খেললেও এরপর গুছিয়ে নিয়েছি। দিনটি সাহসী হওয়ার ছিল। এই বার্সা দল যে কারো বিপক্ষে লড়তে পারে। যে ফল চেয়েছিলাম তা পাইনি। তবে সামনে এগোনোর একটি পদক্ষেপ ছিল এটি।’

বার্সা কোচ আরো বলেন, ‘আমরা ম্যাচটি প্রায় জিতে গিয়েছিলাম। আমি দুঃখিত কারণ এটি একটি ক্লাসিকো পরাজয় এবং আমরা একটি শিরোপার সুযোগ হারালাম। তবে আমরা রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছি।’

পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে বার্সা কোচ বলেন, ‘আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। ধৈর্য্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি। আমরা ভুল করেছি। রিয়ালের কাউন্টার অ্যাটাক আমরা রুখতে পারতাম। আমরা জয়ের খুবই কাছাকাছি ছিলাম।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo