করোনায় বছরের দ্বিতীয় মৃত্যু দেখল নরসিংদী

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এটি গত প্রায় এক বছরে করোনা আক্রান্ত হয়ে জেলায় দ্বিতীয় মৃত্যু। এর আগে চলতি মাসের ১৮ তারিখে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩৮ জনে।


বুধবার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে ৯৩ পরীক্ষায় ৪৪ জন ও আরটিপিসিআর ল্যাবে ২০৮টি পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৫০ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১১১ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরায়, ৬ জন বেলাব, ১ জন মনোহরদী, ১৮ জন শিবপুরের ও পলাশের বাসিন্দা ১২ জন।

রসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫৬৫ জন। এর মধ্যে ৫ জন হাসপাতালে ও বাকি সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন।


জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৫১১ জন, রায়পুরাতে ৬২৩ জন, বেলাবোতে ৭৯৫ জন, মনোহরদী ৯০০ জন, শিবপুরে ১ হাজার ৬০০ জন, পলাশে ১ হাজার ৭০৯ জন।


জেলার পলাশে নতুন একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo