নাটোরে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের করোনা শনাক্ত

নাটোরে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৯ জনের শরীরে শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণের হার ৪৬.০৩ শতাংশ। যা পূর্বের গত ২৪ ঘণ্টার চেয়ে ৭ শতাংশ কম। সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সূত্র জানায়, পরীক্ষা বিবেচনায় আজ শনিবার  শনাক্তের হার ৪৬.০৩ শতাংশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) এই হার ছিল ৫৩ শতাংশ। যদিও এই ফলাফল সারা জেলা থেকে সংগৃহীত নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে প্রাপ্ত।

করোনায় আক্রান্তের অধিকাংশ অর্থাৎ ৩৯ জন নাটোর সদর উপজেলার। এছাড়াও কম বেশি সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৪৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। 

নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমনের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo