করোনা টিকা: দুই বছরে আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজ দেওয়া হবে ।

দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই বছরে আড়াই কোটি মানুষকে টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। এর মধ্যে চলতি বছর এই টিকা পাবেন এক কোটি ২৫ লাখ মানুষ। বাকি এক কোটি পঁচিশ লাখ মানুষ পাবেন আগামী বছর।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এই তথ্য জানান। 

এ সময় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। সভায় ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘দেশের কোথাও লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক চালানো যাবে না, বন্ধ করতে হবে। না হলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।’

 

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo