চলতি বছর সারে ভর্তুকি ২৮ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে সারের অস্বাভাবিক দাম বাড়ার ফলে চলতি অর্থবছরে সারে ভর্তুকির ক্ষেত্রে ২৮ হাজার কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, 'সারে এ বছরে এখন পর্যন্ত ১৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এছাড়া জুন পর্যন্ত সারে ভর্তুকি লাগবে মোট ২৮ হাজার কোটি টাকা। তারপরও দেশের কল্যাণে ও কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম বাড়াবেন না।'

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo