বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (৩ ফেব্রুয়ারি, সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৯২২ জনের।

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫১ লাখ ৪৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৫২ জনে। সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২৮ জন।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৯ জনে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৮৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৬০২ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo